আমি একজন উদ্যোক্তা। আমি দক্ষিণ কোরিয়াতে বেশ কয়েক বছর অবস্থান করেছি। সেখানে আমি দেখেছি অনলাইন ব্যাবসা কত সুদূর প্রসারিত। জীবন যাপনের প্রয়োজনীয় সব জিনিষ মানুষ ঘরে বসেই হাতে পেয়ে যাই। আমি সেটা দেখে আমার দেশের কথা কল্পনা করি যে আমাদের দেশ এখনো অনেক পিছিয়ে। তারই পরিপ্রেক্ষিতে ভাবলাম একটু চেষ্টা করে দেখি দেশের মানুষের জীবন যাপন আরো সহজ করতে পারি কি না!
তাই উদ্যোগ নেই একটি অনলাইন ব্যাবসা না একটি অনলাইন সার্ভিস প্লাটফর্ম তৈরী করবো যেখানে থাকবে মানুষের জন্য প্রয়োজনীয় সব ধরণের জিনিস। যাতে অন্নান্য উন্নত দেশের মতই আমাদের দেশের মানুষও তাদের সকল ধরণের চাহিদা ঘরে বসেই মেটাতে পারে।
ইংশাআল্লাহ শতভাগ সততার সাথে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো মানুষের সেবা করার।
–[Md. Abdur Rahim(Munna)CEO at Musawwers Mart]

Leave a Reply